১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ এএম পুলিশে চাকরিরত অবস্থায় ২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হন উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান (৩৫)। চাকরিচ্যুত হওয়ার পর থেকেই সহযোগীদের নিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন তিনি। গড়ে তুলেছিলেন একটি প্রতারক চক্রও। দীর্ঘদিন ধরে এ চক্র পুলিশ পরিচয়ে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মডেল থানার ধানক্ষেত মোড় এলাকার রওশন আরা ইন্টারনেট কমিউনিকেশন কোম্পানির অফিসে চাঁদাবাজিকালে র্যাব তাদের সাজ্জাদুরসহ দু’জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত অপরজন জসিম উদ্দীন (৩২)। এসময় তাদের কাছ থেকে পুলিশের একটি আইডি কার্ড, একটি হ্যান্ডকাফ এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়। র্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া...