ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বড় ব্যবধানে এগিয়ে আছেন। এছাড়াও, জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১২ হাজার ১০৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫। এর মধ্যে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম খান ১৮১, উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।...