ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। অপরদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ) প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ফলাফল ঘোষণার মধ্যেই তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্ট করেন। উমামা ফাতেমা লেখেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিলো ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’ আবদুল কাদের লেখেন, ‘ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা, শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঢাবি এবং দেশের মানুষের যেকোনও সংকটকালে আমি আছি, যেমনটা বিগত দিনে ছিলাম।’ প্রসঙ্গত, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...