ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল, শহীদ জিয়াউর রহমান হল ও জগন্নাথ হল। ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৪২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ২৩০৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৩২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত তানভীর বারী হামিম পেয়েছেন ১৭৩৯ ভোট। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খাঁন ৩৯১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ...