ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতভর হাজারো নেতাকর্মী ও সমর্থকের জমায়েতে মুখর হয়ে ওঠে এলাকা, সৃষ্টি হয় উদ্বেগপূর্ণ পরিস্থিতির।দেখা যায়, শাহবাগ মোড় থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত ছাত্রদল, যুবদল, বিএনপি এবং জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।এদিকে, বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে শাহবাগ থানার সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ব্যারিকেড বসিয়ে দিয়েছে, এবং পরিচয়পত্র ছাড়া কাউকে এলাকা ছাড়িয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, ‘আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জারি আছে। শিফট পরিবর্তনের কারণে নতুন সদস্যরা আসছেন। আমরা যেকোনও ধরনের সংঘর্ষ প্রতিরোধে প্রস্তুত।’দুই পক্ষের নেতাকর্মীরাই ফলাফল ঘোষণার পর সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন।...