কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ফিলিস্তিনি সংগঠন হামাসের শীর্ষ নেতারা। তবে সংগঠনের পাঁচজন নিম্নপদস্থ সদস্য নিহত হয়েছেন।কাতারি সরকার জানিয়েছে, আবাসিক এলাকায় চালানো এই হামলাকে তারা “কাপুরুষোচিত” আক্রমণ হিসেবে নিন্দা জানাচ্ছে। এতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে।হোয়াইট হাউস দাবি করেছে, যুক্তরাষ্ট্র আগেই কাতারকে “আসন্ন হামলার” বিষয়ে সতর্ক করেছিল, যা তারা মার্কিন সেনাবাহিনী থেকে জেনেছিল। তবে কাতার এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, সতর্কবার্তা এসেছে হামলা শুরু হওয়ার পর।এদিকে চিকিৎসা সূত্র জানায়, একই দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন সাহায্যপ্রার্থীও ছিলেন।গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬৪ হাজার ৬০৫ জন নিহত এবং...