দেশ দুটির দূরত্ব সম্পর্কিত এই সব তথ্য প্রায় সবারই জানা আছে। ভৌগোলিক দূরত্ব খুব বেশি না হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক বৈসাদৃশ্য যথেষ্টই আছে। কিন্তু হঠাৎ করে সমপাতন ঘটল দুই দেশের মধ্যে। এই সমপাতনের ঘটার মাঝে এক বছর এক মাসের মতো একটা ব্যবধান রয়েছে। বাংলাদেশের এই বছরের অভিজ্ঞতা নেপালের জন্য হতে পারে সতর্কবার্তা। কেননা, এরই মধ্যে বাংলাদেশ বুঝতে শুরু করেছে, গণঅভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে, অভ্যুত্থান-পরবর্তী সরকারের দুর্বলতা, মব ভায়োলেন্সের ব্যাপক বিস্তার। বছরখানেক আগে, ২০২৪ সালের জুলাই-অগাস্টে বাংলাদেশে এক ব্যাপক গণঅভ্যুত্থানের জন্ম দেয়। বাংলাদেশের অভ্যুত্থান শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভের মধ্য দিয়ে। সাদামাটা দাবিতে শুরু হওয়া আন্দোলন দমনে শেখ হাসিনার কঠোরতা এটিকে সর্বব্যাপী এক অভ্যুত্থানে রূপান্তরিত করে। আসলে ছোট্ট দাবিটি শেষপর্যন্ত সরকার উচ্ছেদের আন্দোলনে রূপ...