পক্ষপাত ও প্রহসনমূলক আখ্যা দিয়ে ভোট বর্জন স্বতন্ত্র ভিপি প্রার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে অভিযোগ ও পালটা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মঙ্গলবার বিকাল থেকে সময় যত বাড়তে থাকে, পরিস্থিতি তত উত্তপ্ত হয়ে ওঠে। ভোট কারচুপির নানা অভিযোগ এনে সন্ধ্যার পর দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ‘ভোটচোর, ভোটচোর, প্রশাসন ভোটচোর’-স্লোগান দেন। এর আগে বিকাল থেকেই ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন। এছাড়া ছাত্রশিবিরের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ করেন অন্য কয়েকজন প্রার্থীও। এদিকে ঢাবি প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেন ছাত্রদলের নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে জামায়াতের মতাদর্শ হিসাবে আখ্যায়িত করে তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ওইসব অভিযোগ অস্বীকার...