আদি নাম ছিল নারিকেল জিঞ্জিরা। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নারিকেল জিঞ্জিরার বদলে হয়ে ওঠে সেন্টমার্টিন। এখন প্রবালের কৌলীন্য হারিয়ে হয়ে পড়ছে সাধারণ একটা দ্বীপে। এক সময় সেন্টমার্টিন ছিল মাছ ধরার স্বর্গরাজ্য। স্বচ্ছ নীল জলরাশি আর প্রবাল প্রাচীর ঘেরা এই দ্বীপের প্রায় প্রতিটি বাসিন্দার জীবন ও সংস্কৃতি মিশে ছিল সাগরের সঙ্গে। মাছ ধরা শুধু তাদের জীবিকা ছিল না, ছিল উৎসব আর ঐতিহ্যের অংশ। কিন্তু সময়ের সঙ্গে সেই ছবি এখন ফিকে হয়ে এসেছে। জলবায়ু পরিবর্তন, মাছের সংকটসহ নানা কারণে দ্বীপবাসীর পেশা বদলে গেছে। আজ তাদের মূল আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে পর্যটন। তবে বছরে মাত্র তিন মাসের পর্যটন সুযোগ থাকায় জীবিকা নিয়ে চরম সংকটে পড়েছেন সেন্টমার্টিনবাসী। দ্বীপের ৭০ বছরের নুরুল ইসলাম জানান, কয়েক বছর আগেও ৮০ শতাংশ মানুষ সরাসরি মাছ ধরা বা মাছ বেচাকেনার...