ডাকসু ও হল সংসদ নির্বাচন : দিনে উৎসব বিকালে উত্তেজনা ভিপি-জিএসসহ শিবিরের প্যানেল এগিয়ে, ফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থীর * ভোট পড়েছে ৭৮.৩৬ শতাংশ * দুটি কেন্দ্রে আগে থেকে ‘ক্রস’ দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ * উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের আলোচনা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ এই নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট পড়ার হার ৭৮.৩৬ শতাংশ। উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ হলেও গণনায় ধীরগতি, শিবির ও ছাত্রদলের মুখোমুখি অবস্থান, নানা নাটকীয়তায় রাত তিনটা পর্যন্ত পুরোপুরি ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অমর একুশে...