ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বয়কটের কথা জানান তিনি। উমামা ফাতেমা লিখেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’ এর আগে, আরেকটি আলাদা স্ট্যাটাসে তিনি লেখেন, ‘চলিতেছে সার্কাস । কে কে দেখতেসেন?!’ উমামা ফাতেমা এমন স্ট্যাটসে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে অনেকেই নানা মন্তব্য করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফল ঘোষণা করা হয়। কার্জন হল...