বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আজিজ-মনির-বজলু পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ২৫ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।নির্বাচন কমিশনার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার মো. হারুনর রশিদ ও মো. আক্তারুজ্জামান নির্বাচন পরিচালনা করেন।এ ছাড়া শ্রম অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক ফিরোজুর রশিদের নেতৃত্বে আরও চারজন কর্মকর্তা—সহকারী পরিচালক আসাদুজ্জামান, শ্রম কর্মকর্তা কে. এম. শহিদ, শ্রম কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও শ্রম কর্মকর্তা মোখলেছুর রহমান নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন।এদিন ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন আজিজ-মনির-বজলু পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. আজিজুল আলম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক বজলুল করিম।রাজধানীতে আজ কোথায়...