ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাতটি হলের ফল ঘোষণা হয়েছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন।ফলাফল ঘোষিত হলগুলো হলো- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল ও জগন্নাথ হল।সাতটি হলের মধ্যে ছয়টিতে সাদিক কায়েম বিপুল ভোটে জয়লাভ করলেও জগন্নাথ হলে তিনি পেয়েছেন মাত্র ১০ ভোট। তার মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট।ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবিরঅমর...