ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক, শহীদুল্লাহ হল, শামসুন নাহার হলে ইসলামী ছাত্রশিবিরের ভিপি ও জিএস প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তাদের ধারেকাছেও নেই ছাত্রদল মনোনীত ভিপি-জিএস প্রার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফজলুল হক হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) পেয়েছেন ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। আলোচিত প্রার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আবদুল কাদের ৪৭ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা ১৫৩ ভোট, ছাত্রঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট ও সমন্বিত শিক্ষার্থী সংসদের জামালুদ্দীন খালিদ ২২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৫৮৯ ভোট পেয়ে...