১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার ৯ দিন পর অটো-রিকশাচালক আবু বক্কর সিদ্দিকের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়া তালপুকুর এলাকার একটি খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সম্প্রতি নতুন ব্যাটারি লাগানোর পরই তিনি নিখোঁজ হয়েছিলেন। স্বজন ও স্থানীয়দের ধারণা, সেই ব্যাটারির জন্যই তাকে হত্যা করা হয়েছে। নিহত আবু বক্কর উপজেলার গোসাইবাড়ি কলোনীর বাসিন্দা। আবু বক্করের দুই ছেলে রয়েছে, যাদের বয়স ১২ ও ৫ বছর।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা স্ত্রী ও দুই সন্তান। স্থানীয়রা জানান, সম্প্রতি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে আবু বক্কর তাঁর অটোরিকশায় নতুন ব্যাটারি লাগিয়েছিলেন। এরপর গত ৩০ আগস্ট থেকে তিনি নিখোঁজ...