দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড ও অর্জন নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। একজন ফুটবলারের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসি নিজেই জানিয়েছিলেন, ফুটবলের কাছে তার আর কোনো চাওয়া নেই। তবু ভক্ত-সমর্থকেরা মেসির প্রতিটি অর্জনকে আলাদাভাবে উদযাপন করেন। এবার তাদের দৃষ্টি এমন এক রেকর্ডে, যা মেসি এত দিন পাননি- বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার খেতাব। এবার সেই সুযোগ পেতে যাচ্ছেন তিনি, সেটাও মাঠে নামা ছাড়াই। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি, খেলেছেন ১২ ম্যাচ। তবে বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ গোলসংখ্যা আর বাড়ানো সম্ভব নয় তার পক্ষে। অন্যদিকে ৭ গোল নিয়ে মেসির খুব কাছে রয়েছেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে...