কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর চাকরি খোঁজার প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। প্ল্যাটফর্মটি এআই ব্যবহার করে উপযোগী চাকরিপ্রার্থী ও কোম্পানির মধ্যে সংযোগ তৈরি করবে। এই সেবার নাম দেওয়া হয়েছে ‘ওপেনএআই জবস প্ল্যাটফর্ম’। আগামী বছরের মাঝামাঝি এটি চালু হওয়ার কথা। প্রযুক্তিবিশারদরা ভাবছে ওপেনএআই সরাসরি লিংকডইনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে পেশাগত নেটওয়ার্কিং ক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লিংকডইন। এক ব্লগ পোস্টে ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের সিইও ফিদজি সিমো জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো এআই ব্যবহার করে কোম্পানির চাহিদা এবং কর্মীদের দক্ষতার মধ্যে সঠিক মিল খুঁজে পাওয়া। যেসব ছোট ব্যবসা এবং স্থানীয় সরকারি সংস্থা এআইতে দক্ষ কর্মী খুঁজছে, তাদের জন্য প্ল্যাটফর্মটিতে আলাদা একটি বিভাগ থাকবে। এই পদক্ষেপে লিংকডইনের প্রতিদ্বন্দ্বী হতে পারে ওপেনএআই। দীর্ঘদিন ধরে পেশাগত নেটওয়ার্কিং ক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লিংকডইন। আরও...