বৈশ্বিক রাজনীতির অন্যতম বড় পরাশক্তি হিসেবে বিবেচিত হয় ইউরোপের শিল্পোন্নত ও পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্সকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত (রাশিয়া-ইউক্রেন) নিরসনে অগ্রগামী ভূমিকায় দেখা গেছে দেশটিকে। এমনকি সম্প্রতি মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংকটের (গাজায় ইসরায়েলি আগ্রাসন) ক্ষেত্রেও নিজেদের অবস্থান স্পষ্ট করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তবে বৈশ্বিক সংকট সমাধানে তৎপর থাকা ইউরোপীয় দেশটি এবার নিজেরাই অভ্যন্তরীণ সংকটে পর্যুদস্ত। গত সোমবার ফরাসি আইনপ্রণেতারা ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদচ্যুত করার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে দেশটি নতুন রাজনৈতিক সংকটে পড়েছে এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ ও ভূরাজনৈতিক উত্তেজনার সময় সরকারহীন অবস্থার মুখে পড়েছে। বাইরু ৪৪ বিলিয়ন ইউরো (৫১ বিলিয়ন ডলার) সঞ্চয় পরিকল্পনা অনুমোদনের চেষ্টা করতেই নিজেই এই ভোট ডাকেন। ওই পরিকল্পনায় দুটি সরকারি ছুটি...