গতকাল দুপুরে লেখাটি যখন লিখছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-আনন্দের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে রাতে। তখনই আমরা জানতে পারব, শেষ পর্যন্ত কার কার মুখে হাসি ফুটল। তবে এই হাসিই শেষ কথা নয়। কারণ আজকের ভোট শুধু ডাকসুতে কোনো পদ সংরক্ষণ করা নয় বরং শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কৃতিকে শ্রদ্ধাপূর্ণভাবে চলমান রাখতে অঙ্গীকারের এক বড় পরীক্ষার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ডাকসুর মাধ্যমে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও দেশের ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলেছেন ভোট দেওয়ার মাধ্যমে। শিক্ষার্থীরা চান, ডাকসু এমন একটি প্রতিষ্ঠান...