ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের আয়াত শেয়ার করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পবিত্র কোরআনের সুরা আর রহমানের আয়াতটি শেয়ার করেন তিনি।ওই আয়াতটি হলো ‘অতএব, তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?’মঙ্গলবার সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত প্রায় ১টার দিকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়। প্রাপ্ত ভোটের ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের আয়াত শেয়ার করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও...