ডাকসু নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। শামসুন নাহার হলের এই কেন্দ্রে ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম ১১১৪, ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৪৩৪, আব্দুল কাদের ৫৯ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী মেঘমল্লার বসু ৫১৭ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে আবু বাকের মজুমদার ৩১২ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক...