কাতারের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই ‘এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা’ হিসেবে কাজ করবে। আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি হামলাকে ‘কাপুরুষোচিত’ অভিহিত করে কাতারের নিন্দা এ বছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরাইল। এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান।’ কাতারের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ...