ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। ছয় বছর পর আয়োজিত এ নির্বাচনে সারা দেশের দৃষ্টি ছিল ভোটের ফলের দিকে। তবে অনেক তারকা ক্রীড়াবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও নানা কারণে ভোট দিতে পারেননি। জাতীয় ফুটবল দলের তারকা ফরোয়ার্ড শেখ মোরসালিন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি ডাকসুর ভোটার হলেও জাতীয় দলের হয়ে খেলতে ভিয়েতনামে থাকায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভিয়েতনাম থেকে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, খুব ইচ্ছে ছিল ভোট দেওয়ার। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ থাকায় ক্যাম্পাসে থাকা সম্ভব হয়নি। ভোট দিতে না পারায় খারাপ লাগছে, তবে আজ গোল করেছি ও তিনটি গোল করিয়েছি; দেশ জেতায় কিছুটা সান্ত্বনা মিলেছে। জাতীয় ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়ও ছিলেন ভোটার। তবে এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করায় তিনিও ভোট...