কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে কাতার জানায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং দোহাসহ কাতারে বসবাসরত মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পরপরই নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আরও পড়ুনআরও পড়ুননেপালের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন রাষ্ট্রীয়ভাবে কাতার আরও জানায়, তারা ইসরাইলের এ অবিবেচক কর্মকাণ্ড ও আঞ্চলিক নিরাপত্তার প্রতি চলমান হস্তক্ষেপ সহ্য করবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য...