ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং অভিযোগ তুলেছেন যে ভোট গণনায় পরিকল্পিত কারচুপি হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।” এর আগে রাতে টিএসসিতে তিনি বলেন, “যে ভোটের বাক্সগুলোকে খালি বলা হয়েছিল, পরে গণনার সময় দেখা গেছে সেগুলোতে ব্যালট ভর্তি। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।” অন্যদিকে, একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে...