ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা চলছে। এরই মধ্যে সাতটি হলের মধ্যে জগন্নাথ হল বাদে ডাকসু ভোটে ভিপি, জিএস ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য। জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু...