কাঠমান্ডু থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ উদ্যোগ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা:কাঠমান্ডু-ঢাকা রুটের ফ্লাইট সম্পর্কিত তথ্য বা আপডেট জানতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য যোগাযোগের নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাঠমান্ডু অফিসের যোগাযোগ নম্বরগুলো হলো:কান্ট্রি ম্যানেজার: +৯৭৭৯৮৫১০৩৭৫১০স্টেশন ম্যানেজার: +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯সেলস (বিক্রয় বিভাগ): +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২সরকারি কাজে কাঠমান্ডু সফরে যাওয়া প্রায় একশ’ জন বাংলাদেশি কর্মকর্তা ও ফুটবল খেলোয়াড় বর্তমানে সেখানে আটকে আছেন। বেসরকারিভাবে বা ব্যক্তিগত উদ্যোগে যাওয়া পর্যটকদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।তবে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের হটলাইনে ৩৫০-এরও বেশি কল এসেছে, যারা নেপালে আটকে পড়েছেন। অধিকাংশ কলই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের বিস্তারিত তথ্য, ফ্লাইট বাতিল কিংবা পুনঃনির্ধারণ সংক্রান্ত।প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী বর্তমানে নেপালে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।নেপালের...