ম্যাচের শেষ দিকে গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ফ্রান্সের জাল বল পাঠালেন এইদার ক্রুইয়োনসেন। কিন্তু আগমুহূর্তে তিনিই ফাউল করায় মিলল না গোল। সমতা ফেরানো হল না আইসল্যান্ডের, হাঁফ ছেড়ে বাঁচলেন দিদিয়ে দেশম ও তার দল। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে আইসল্যান্ড। ক্রুইয়োনসেনের গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় আইসল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরুতে তার পাস থেকেই দলকে এগিয়ে নেন ব্র্যাডলি বার্কোলা। ৬৮তম মিনিটে লাল কার্ড দেখে অহেলিয়া চুয়ামেনি মাঠ ছাড়লে, বাকি সময়ে রক্ষণে মনোযোগ দেয় ফ্রান্স। একাদশ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আইসল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে মিকায়েল আন্দেরসনের গতিময় শট ঠেকান ফ্রান্স গোলরক্ষক...