ঢাকা:হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সারাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে চারটি অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর থেকে মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে টিম ছদ্মবেশে চিকিৎসাসেবা দেওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় হাসপাতালের ডিজিটাল হাজিরা যাচাই করে কয়েকজন চিকিৎসকের নির্ধারিত সময়ের পর বিলম্বে উপস্থিত হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি রোগীদের ওষুধ সরবরাহ-সংক্রান্ত রেজিস্টারসহ বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সংগ্রহ করা হয়। অবশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই শেষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড এবং...