অবিশ্বাস্য এক গোলস্কোরার, ভয়ঙ্কর অস্ত্র, এক শব্দে গোলমেশিন-যেকোনো নামেই ডাকা হোক না কেন, আর্লিং হলান্ডের পাশে যেন খুব মানিয়ে যায়। ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর ধরে যে সেটাই করে যাচ্ছেন তিনি। আরও একবার প্রমাণ দিলেন জাতীয় দলের হয়ে, প্রথমার্ধেই করলেন তিনটি গোল, বিরতির পর আরও দুটি। সবশেষ তার এই বিধ্বংসী রূপ দেখা গেছে মঙ্গলবার রাতে, মলদোভার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে তার দেখানো পথে, ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৪তম দলটিকে ১১-১ গোলে বিধ্বস্ত করেছে নরওয়ে। ফিফা র্যাঙ্কিংয়ের মতোই দুই দলের মাঝে এখন শক্তির পার্থক্য বিস্তর। অসলোয় মাঠেও তার প্রভাব পড়ে শুরু থেকে। র্যাঙ্কিংয়ের ৩৩ নম্বর দলটি প্রথম মিনিট থেকে আধিপত্য ধরে রাখে একেবারে শেষ পর্যন্ত, যার প্রমাণ মেলে শুধু স্কোরলাইনেই নয়, অন্যান্য পরিসংখ্যানেও। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট...