শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াই-ও করতে পারল না সার্বিয়া। তাদের একরকম উড়িয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে আরেকটু এগিয়ে গেল টমাস টুখেলের দল। সার্বিয়ার মাঠে মঙ্গলবার রাতে ৫-০ গোলে জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের একপেশে ম্যাচে একটি করে গোল করেছেন হ্যারি কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস র্যাশফোর্ড। এই জয়ে কে গ্রুপে শীর্ষস্থান আরও সুসংহত করেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আলবেনিয়া। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে লাটভিয়া। টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে অ্যান্ডোরা। গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আর পাঁচ পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই সবাইকে ছাড়িয়ে যাবে ইংল্যান্ড। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় ৪ পয়েন্ট হলেও...