ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষস্থানীয় পদে নিজেদের সংগঠনের প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসার মধ্যে বিজয় মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের হয়; মিছিল হয় শাহবাগেও। এদিন রাত ৩টা পর্যন্ত যে কয়টি হলের ফল এসেছে, সেগুলোয় ছাত্র সংসদের ফলে এগিয়ে ছিলেন ছাত্রশিবিরের প্রার্থীরা। ফল ঘোষণা শুরুর পরেই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।” এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। রাত সোয়া ২টার দিকে নিজের ফেইসবুক পেইজে...