ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অন্যান্য হলে বিপুল ভোটে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে সুবিধা করতে পারেননি ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা। এ হলে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট। আর ৫ ভোট পেয়েছেন জিএস প্রার্থী এসএম ফরহাদ। এ হলে অন্যান্য ভিপি প্রার্থীর মধ্যে আব্দুল কাদের ২১, উমামা ফাতেমা ২৭৮, বিন ইয়ামিন মোল্লা ৫, আবিদুল ইসলাম খান ১ হাজার ২৭৬, শেখ তাসনিম আফরোজ ইমি ১১ ও শামীম হোসেন ১৭১ ভোট পেয়েছেন। জিএস প্রার্থীদের মধ্যে মেঘ মাল্লার বসু ১১৭০, আবু বাকের মজুমদার ২৭, মাহিন সরকার ১ ও মঙ্গলবার রাত সাড়ে ৩টা পর্যন্ত যে কয়টি হলের ছাত্র সংসদ নির্বাচনের ফল আসে, তার প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন ছাত্রশিবিরের প্রার্থীরা। ফল ঘোষণা শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে বিজয়...