ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়ার পথে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্রাথমিক ফলাফলে দেখা যায় কার্জন হল কেন্দ্র ও ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে ছাত্র শিবিরের প্রার্থীরা অন্য প্রার্থীদের চেয়ে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, আটটি কেন্দ্রের বাকি কেন্দ্রগুলোতেও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে এই জোটের প্রার্থীরা। রাত পৌনে ২ টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; মেঘ মল্লার বসু ৮৬; আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভির...