ম্যাচের শুরুটা প্রত্যাশিত হলো না। তবে ধাক্কা সামলে ঠিকই ঘুরে দাঁড়াল পর্তুগাল। রেকর্ড ছোঁয়া গোলে দলকে প্রথমবার এগিয়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আচমকা আরেক গোলে অসাধারণ কিছুর সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। তবে জোয়াও কান্সেলোর শেষের নৈপুণ্যে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ল পর্তুগিজরা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। বিজয়ীদের আরেক গোলদাতা বের্নার্দো সিলভা। প্রত্যাশিতভাবেই প্রথম মিনিট থেকে পজেশন রাখায় আধিপত্য দেখা যায় পর্তুগালের। তবে এই সময়ে গোলের জন্য কেবল একটি শটই নিতে পারে তারা, সেটাও লক্ষ্যভ্রষ্ট। ছয় গজ বক্সের মুখে রোনালদো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। গত জুনে উয়েফা নেশন্স লিগ জয়ী পর্তুগালকে হতভম্ব করে ২১তম মিনিটে এগিয়ে যায় হাঙ্গেরি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন বার্নাবাস ভার্গা।...