আসর শুরুর দিনে অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন অনেকটা বিরল ঘটনা। এবারের এশিয়া কাপে দেখা গেল সেটিই। আসরের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ঘণ্টা ছয়েক আগে অংশ নেওয়া আট দেশের আট অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এসিসি সভাপতি মহসিন নাকভিকে মঞ্চের নিচে ট্রফির পাশে দাঁড় করিয়ে তোলা হয় ছবি। সংবাদ সম্মেলনের পর দুবাই স্টেডিয়ামের সবুজ গালিচায় খুনসুটি ও মাসকটকে নিয়ে ছবিও তোলেন লিটন, সূর্য, রশিদ প্রমুখরা। সংবাদ সম্মেলনে নীরস মুখেই অংশ নিতে দেখা যায় বাংলাদেশ দলপতি লিটন কুমার দাসকে। স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি দিয়েছেন তার দিকে আসা প্রশ্নগুলোর উত্তর। লিটনের বক্তব্যের সারাংশ, ম্যাচ জিততে হলে ক্রিকেটারদের দিতে হবে শতভাগ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ আমরা খেলেছি, খুব ভালো খেলেছি। সব খেলোয়াড় খুব রোমাঞ্চিত। এশিয়া কাপে সব দলই ভালো।...