আবুধাবির উত্তপ্ত আবহাওয়ায় আরও উত্তাপ ছড়ালেন আজমতুল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ২০ বলে তুলে নিয়েছেন আফগানিস্তানের ইতিহাসের দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি, বল হাতেও শিকার করেছেন গুরুত্বপূর্ণ উইকেট।তার অলরাউন্ড নৈপুণ্যে হংকংকে ৯৪ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে আফগানরা। ইনিংসের মূল কারিগর ছিলেন দুই ব্যাটার সেদিকুল্লাহ আতাল (৭৩* রান) ও আজমতুল্লাহ ওমরজাই (৫৩ রান)। আতাল শুরু থেকে শেষ পর্যন্ত ইনিংস ধরে রাখলেও ভাগ্যের সহায়তাও পেয়েছেন প্রচুর। তিনবার জীবন পেয়েছেন হংকংয়ের ক্যাচ মিসে। সুযোগকে কাজে লাগিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেন। অন্যদিকে ইনিংসের শেষ দিকে ওমরজাই ছিলেন দুর্দান্ত। ১৬তম ওভার পর্যন্ত ১১৯ থাকা আফগানিস্তান শেষ চার ওভারে তোলে ৬৯ রান। ওমরজাইয়ের আগ্রাসন হংকংয়ের বোলিং আক্রমণকে পুরোপুরি অসহায় করে দেয়। বোলিংয়ে...