১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম ভারতের ভাইস প্রেসিডেন্ট পদে জগদীপ ধনখড়ের উত্তরসূরি হতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল রাধাকৃষ্ণন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। এর পরেই তার উত্তরসূরির খোঁজ চলছিল। গতকাল সপ্তদশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সকাল ১০টার আগেই সংসদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই সবার প্রথমে ভোটদান করেন। সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভার সংসদ সদস্যদের নিয়ে একটি নির্বাচকম-লী তৈরি করা হয়েছিল। রাজ্যসভায় ছ’টি আসন খালি থাকার কারণে ৭৮১ জন সাংসদকে নিয়ে একটি নির্বাচকম-লী তৈরি হওয়ার কথা থাকলেও কে চন্দ্রশেখর রাও...