ডাকসু নির্বাচনে শিবির জয়ী হলে পরবর্তীতে নেতাকর্মীদের অহংকারে না ভাসার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি বলেন, ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ভালো করতে পারে, এতে আশাবাদী হওয়া স্বাভাবিক। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কর্মীদের প্রতি বিনয়ী আচরণ ও পরিবর্তনের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান। ড. মির্জা গালিব তার পোস্টে লেখেন, সারা দেশের জামায়াত-শিবিরের ভাই-বোনেরা, ডাকসুতে খুব সম্ভবত শিবিরের সমর্থিত প্যানেল ভাল করবে। এইটা আপনাদেরকে আশাবাদী করে তুলবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে- তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু এই কনফিডেন্সের ঠেলায় অহংকারী আচরণ শুরু করে দিয়েন না। লম্বা-চওড়া শ্লোগান দিয়েন না। তিনি পরামর্শ...