দীর্ঘ ৪ বছরেও নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হওয়ায় শ্রেণিকক্ষ সংকটে পাঠদান কার্যক্রমের ব্যাঘাত ঘটছে লক্ষ্মীপুর রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। অন্যদিকে পরিত্যক্ত একতলা ভবনের একটি কক্ষে পাঠদান এবং অন্য দুটি কক্ষে ঝুঁকিপূর্ণভাবে চলছে প্রশাসনিক কার্যক্রম। বাধ্য হয়ে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের খোলা নিচতলা এবং নির্মাণাধীন ভবনের নিচতলায় শ্রেণি কার্যক্রম চালাচ্ছেন শিক্ষকরা। প্রায় প্রতিদিনই খসে পড়ছে পরিত্যক্ত ভবনটির ছাদ এবং দেয়ালের পলেস্তারা ও ঢালাই। প্রতিনিয়তই মৃত্যু ঝুঁকি নিয়ে অফিস এবং পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, ২০২১ সালের মার্চ মাসে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৫তলা বিশিষ্ট একটি ভবনের কাজ শুরু করে বীচ হাউস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই বছরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নানান টালবাহানায় কাজটি এখনো শেষ হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে...