ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৯৯ ভোট। ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েমের ভোট ৮৪১, আবিদুল ইসলাম খান ১৮১। কবি সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন...