মানবতাবিরোধী অপরাধের মামলায় আনা সাক্ষীকে গালিগালাজ না করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘দয়া করে সাক্ষীকে এখানে গালিগালাজ করবেন না। সাক্ষীকে আমার সামনে বকবেন, এটা চলবে না।’ জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাবের পরিদর্শক মো. রুকুনুজ্জামানের জবানবন্দি গ্রহণের সময় মঙ্গলবার ট্রাইব্যুনাল এ কথা বলেন। এ সময় ট্রাইব্যুনাল–১–এর বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী দায়িত্ব পালন করছিলেন। সিআইডির পরিদর্শক রুকুনুজ্জামান জবানবন্দি দেওয়ার পর তাঁকে জেরা করছিলেন এ মামলার পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জেরার এক পর্যায়ে রুকুনুজ্জামানের উদ্দেশে ‘আপনার মাথা খারাপ’ বলে মন্তব্য করেন...