ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলের অপেক্ষায় শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাতভর শাহবাগ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্রদল, যুবদলসহ বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়েছেন। এদিন দিবাগত রাত দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত কয়েক হাজার মানুষ অবস্থান নিয়েছেন। এর মধ্যে ছাত্রদলের কর্মীরা ‘ছাত্রদল জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা তারেক জিয়া তারেক জিয়া’, 'জিতছে কে, আবিদ ভাই’—এমন স্লোগানে মুখর করে রাখে শাহবাগ। অপরদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘জিতছে কে, সাদিক’—ইত্যাদি স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান...