১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ এএম প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরও এখনো নেপালে অস্থিরতা বিরাজ করছে। গতকাল দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় গতরাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল বলেছেন, ‘সম্প্রীতি বজায় রাখা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সকল নেপালিদের দায়িত্ব’। ‘যেহেতু ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তাই শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে, যাতে আর কোনো ক্ষতি না হয়, সেইসঙ্গে জাতীয় অখ-তা ও সম্প্রীতি রক্ষা করার জন্য, আন্দোলন পরিত্যাগ করা সকল...