ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নিরাপত্তার মাঝেও বহিরাগত হিসেবে এক ব্যক্তিকে আটক করেছে শিক্ষার্থীরা। আটককৃতের নাম মাসুদ রানা, যিনি নিজেকে মহানগর ছাত্রদলের কর্মী বলে স্বীকার করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কাছে হাজী মোহাম্মদ মহসিন হলের গেট থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামের উপস্থিতিতে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর মাসুদ রানা প্রথমে নিজেকে রোকেয়া হলের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি স্বীকার করেন শাহবাগ মোড় ঘেঁষে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তার মোবাইল ফোন যাচাই করে শিক্ষার্থীরা ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্টতার...