বড় জয়ে ২০২৫ এশিয়া কাপ শুরু করল ‘বি’ গ্রুপের অন্যতম ফেভারিট দল আফগানিস্তান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রশিদ খানের দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় হংকং। আফগানিস্তানের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পাওয়াপ্লেতেই ফিরে যায় হংকংয়ের চার ব্যাটার। ওমরজাইয়ের শিকার হয়ে ওপেনার জিশান আলি ফেরেন ৮ রানে। আরেক ওপেনার আনশুমান রাথ ফজলহক ফারুকীর বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন। এ ছাড়া দুজন ফেরেন রানআউট হয়ে। এরপর বাবর হায়াত ও কিঞ্চিৎ শাহ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা...