ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুই হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এক হাজার ৩৫০ ভোটে এগিয়ে রয়েছেন।অমর একুশে হলের ফলাফলে আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।আর সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩। দুই কেন্দ্রের ফলাফলে সাদিক কায়েম ১ হাজার ৩৫০ ভোটে এগিয়ে রয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রাহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে...