১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ এএম রক্তক্ষয়ী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো হঠাৎ মন্ত্রিসভায় রদবদল করে পাঁচজন মন্ত্রীকে অপসারণ করেছেন। অর্থনৈতিক সংকট ও সংসদ সদস্যদের বিলাসী ভাতা নিয়ে জনরোষ ছড়িয়ে পড়ায় আগস্টের শেষ দিকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার জেরেই এই সিদ্ধান্ত নেয়া হয়। বরখাস্ত হওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতি, যিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের উচ্চপদে দায়িত্ব পালন করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুরবায়া ইউধি সাদেওয়া, যিনি ইন্দোনেশিয়ার ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। ৬১ বছর বয়সী সাদেওয়া বলেছেন, তিনি দক্ষ সরকারি ব্যয় ও সুনির্দিষ্ট রাজস্বনীতির মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চান, তবে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন করবেন না। এছাড়াও বহিষ্কৃত হয়েছেন রাজনীতি ও নিরাপত্তাবিষয়ক সমন্বয়ক মন্ত্রী,...