১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ এএম সুদানের সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাজধানী খার্তুম ও এর আশেপাশের এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, খার্তুমের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি অস্ত্র কারখানা ও একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, একটি বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত আরএসএফ অধিকৃত অঞ্চলগুলোতে তাসিস প্রশাসন নিজেদের সরকার হিসেবে ঘোষণা করেছে। তাসিস প্রশাসন জানিয়েছে, আরএসএফ খার্তুম ও অন্যান্য এলাকায় সুনির্দিষ্টভাবে সফল বিমান হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা ফোনে এএফপি’কে জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে হামলা...