১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচাল ও ধর্তব্য কোন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ভিতর প্রবেশ করার অভিযোগে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এদিন তাকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়৷ এরপর শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়৷ একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে গ্রেপ্তার জাহিদ সন্দেহজনক ঘুরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল...